‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমার সিকুয়েল এসেছে এক যুগেরও বেশি সময় পর। ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ নামের সিনেমাটির টিজার আজ সোমবার মুক্তি পেয়েছে।
আজ থেকে ১৪ বছর আগে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমাটি বেশ হইচই ফেলেছিলো। তখনকার তুলনায় দিবাকর ব্যানার্জির সিনেমাটি ছিল বেশ অন্যরকম। এখন অবশ্য সময় বদলেছে। ভারতীয় সিনেমার ট্যাবুও ভেঙেছে অনেকটা।
টিজারে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, মৌনি রায়, তুষার কাপুর, আনু মালিকদের। সঙ্গে আছেন উরফি জাবেদও। সিনেমাটি মুক্তি পাবে ১৯ এপ্রিল