‘যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে’

0
‘যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে’

মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে রবিবার। মেলবোর্নে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি থাকলেও বাড়তি চাপ নিতে চান না নোভাক জোকোভিচ।

ইতিহাস গড়ার আলোচনা থাকলেও সেটিকে ‘এখনই না হলে কখনোই নয়’ ভাবনায় দেখছেন না সার্বিয়ান এই তারকা। ৩৮ বছর বয়সী জোকোভিচ বর্তমানে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মালিক। অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০টি শিরোপা জিতেছেন। সে কারণেই এবারও অনেকের চোখে সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন জোকোভিচ।

তবে এসব আলোচনা নিজের খেলায় প্রভাব ফেলতে দিতে চান না জোকোভিচ, ‘২৫তম শিরোপা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমি বরং যা অর্জন করেছি, সেদিকেই মন দিতে চাই। ২৪ কোনোভাবেই খারাপ সংখ্যা নয়।’

চাপমুক্ত থেকে খেলাই এখন তার মূল লক্ষ্য। অতিরিক্ত প্রত্যাশা ভালো পারফরম্যান্সের পথে বাধা হয়ে দাঁড়ায় বলেও মনে করেন এই অভিজ্ঞ তারকা।

নিজের ফিটনেস ও আত্মবিশ্বাসের ওপর আস্থা রাখছেন জোকোভিচ, ‘যখন পুরোপুরি ফিট থাকি, তখন যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে।’

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে স্পেনের পেদ্রো মার্টিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেন অভিযান শুরু করবেন চতুর্থ বাছাই জোকোভিচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here