রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেন্ট পিটার্সবার্গে শুক্রবার তেলসমৃদ্ধ দুই দেশের নেতা এই বৈঠক করেন।
বৈঠক শেষে পুতিন বলেছেন, ‘আমিরাত আমাদের খুব ভালো অংশীদার।’
আর আল নাহিয়ান বলেছেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান করতে কাজ অব্যাহত রাখবে তার দেশ। এছাড়াও রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আরো উন্নত করার কথাও জানিয়েছেন এই শেখ।
সূত্র: এএফপি