ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন ‘ঢালিউড কুইন’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। রবিবার দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।
এর আগে, শনিবার রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে চলে যান।