ব্যবহারকারীদের জন্য এইচডি ছবি শেয়ারের সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। এবার এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ।
খুব সহজ একটা ফিচার। ব্যবহারকারীদের প্রথমে সেই ফাইল সিলেক্ট করতে হবে, যেটি তারা পাঠাবেন। সেন্ড বাটন পাঠানোর আগে ওপরে ‘এইচডি’ আইকন দেখতে পাবেন। এখানে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে রেজুলেশন এইচডিতে পরিবর্তন করতে পারবেন। বাই-ডিফল্ট ফিচারটি সক্রিয় হয়ে যাবে। যদিও হাই রেজুলেশনে ছবির মতোই ভিডিও পাঠাতে গেলেও বেশি ডেটা খরচ হবে এবং স্টোরেজও বেশি খরচ হবে।
চলতি বছরের শুরু থেকেই একের পর এক ফিচার রোলআউট করে চলেছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিং ফিচার থেকে শুরু করে মাল্টি-ফোন কানেক্টিভিটি অপশনসহ একাধিক জরুরি ফিচার রয়েছে তালিকায়।