যেভাবে হয়ে গেল প্রিগোজিনের শেষকৃত্য

0

রাশিয়ার ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে। তবে কখন এই শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে তা জানায়নি ওই প্রতিষ্ঠানটি। 

কনকর্ড নামে ওই প্রতিষ্ঠানটির গণমাধ্যম বিভাগ জানায়, “যারা বিদায় জানাতে ইচ্ছুক তারা পোরোখভসকোয়ে কবরস্থানে যেতে পারেন।”

কেন দাফনের জায়গাটি আগে জানানো হয়নি সে সম্পর্কে কনকর্ড বলেছে, “আত্মীয়স্বজনরা এটাই কামনা করেছিলেন।”

রুশ সংবাদমাধ্যম অ্যাজেনতস্তভো জানিয়েছে, প্রায় ৩০ জন লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। 

কবরস্থানের একজন কর্মচারীর বলেছেন, “অনুষ্ঠানে সামরিক পোশাক পরা কোনও লোক ছিল না।” সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here