যেভাবে সন্ত্রাস করছে এভাবে চললে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে অগ্নি সংযোগ ও নাশকতা, সন্ত্রাসী হামলা চালাচ্ছে। বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদেরও লজ্জা হওয়া উচিত। 

হানিফ বলেন, বিএনপি যদি এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তাহলে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। এদের সন্ত্রাস দমনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরেই নাশকতামূলক কর্মকাণ্ড নির্মুল হয়ে যাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য, তাই নির্বাচন কমিশন ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রীক ছাড়া আর কোনো কর্মসূচি পালন করা যাবে না এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here