পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাইতে নিজের বাসভবন মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানান এই অভিনেতা।
এসময় সাদা পোশাকে হাজির হয়েছিলেন শাহরুখ। চলতি বছরটা তার দারুণ কাটছে। চার বছর পর পর্দায় ফিরে পাঠান সিনেমায় বাজিমাত করেছেন তিনি। তার এই সিনেমা ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি