প্রতিটি কম্পিউটারেই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। অনেকে একে ডিজিটাল অ্যাড্রেসও বলেন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিলেই আইপি অ্যাড্রেস তৈরি হয়। এর পুরো নাম ‘ইন্টারনেট প্রোটোকল’। আইপি অ্যাড্রেস খুঁজে বের করার নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমটা শুনে জটিল মনে হতে পারে, কিন্তু আদতে খুব সহজ।
আইপি অ্যাড্রেস খুঁজে বের করবেন যেভাবে-
ম্যাকের আইপি অ্যাড্রেস জানতে হলে-
স্পটলাইটে সার্চ করে টার্মিনাল অ্যাপ খুঁজে বের করতে হবে। টার্মিনাল অ্যাপে গিয়ে ‘ipconfg’ টাইপ করে এন্টার বাটনে ক্লিক করুন।
অ্যাকটিভ নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে সম্পর্কিত বিভাগটি খুঁজে বের করতে হবে। সাধারণত ‘en0’ বা ‘en1’ নামে থাকবে। এখানে ‘inet’ লাইনের পাশের নম্বরটাই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।