যেক্ষেত্রে সালমানের পদাঙ্ক অনুসরণ করছেন আরিয়ান!

0

মাদককাণ্ডে নাম জড়িয়ে আচমকাই প্রচারের আলোয় চলে আসেন শাহরুখপুত্র আরিয়ান খান। খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে তার। তবে আজকাল বেশির ভাগ সময় পরিবারের সঙ্গেই দেখা যাচ্ছে আরিয়ানকে। হয় মা, নয়তো বোন সারাক্ষণ আগলে রয়েছেন তাকে। আরিয়ানের এমন ব্যবহার মন জিতেছে নেটাগরিকদের। সকলেই বলেছেন বাবার মতোই হয়েছে ছেলে। তবে আম্বানীদের অনুষ্ঠানে আরিয়ানকে দেখেই অনেকের ধারণা হয়েছে শাহরুখের প্রভাব যেমন রয়েছে কিছু ক্ষেত্রে আরিয়ানের মিল রয়েছে সালমানের সঙ্গেও। হঠাৎ আরিয়ানকে নিয়ে এমন ধারণার নেপথ্যে রয়েছে কোন কারণ?

আম্বানীদের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল গোটা বলিউড। সপরিবারে আসেন শাহরুখ। তবে ছেলে-মেয়ে-স্ত্রীর সঙ্গে নন, আলাদা আসেন। মা গৌরি খান ও বোন সুহানা খানকে নিয়ে লাল গালিচায় প্রবেশ করেন আরিয়ান। তখনই বোনকে এবং অন্যান্য আগত অতিথিদের সঙ্গে যেভাবে হাতের তফাৎ রেখে দাঁড়িয়েছিলেন, তাতেই সালমানের সঙ্গে এই মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকরা। কারণ বিভিন্ন সময় সালমান তার সহ অভিনেত্রীদের সঙ্গে তফাৎ রেখে পোজ দিয়েছেন। আরিয়ানের এই ব্যবহারে ‘সুপুরুষ’-এর তকমা দিয়েছেন নেটাগরিকরা। ২০২৩ সালেই নাকি বলিউডে অভিষেক হতে চলেছে আরিয়ানের। তবে নায়ক নন, পরিচালকের আসনই পছন্দ খান পরিবারের শেহজাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here