‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’। তবে আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রাখার ঘোষণা এসেছে নির্মাতা সুকুমারের পক্ষ থেকে। ফলে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ভারতের নানা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আল্লু অর্জুন এবং রাশমিকা মানদানা অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজের’ সিক্যুয়েলটির শুটিং শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে।
এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ পাবে ‘পুষ্পা: দ্য রুল’ এর প্রথম টিজার। শুটিং বন্ধ হওয়ায় টিজার প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইকোনোমিকস টাইমস