যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন পেসার মারুফ মৃধা। তবে এমন কীর্তির ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মারুফকে তিরস্কার করেছে আইসিসি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ভারতের বিপক্ষে এই ম্যাচে আগ্রাসী উদযাপন করে এই শাস্তি পেয়েছেন মারুফ।
এতেই বাঁধে বিপত্তি। ম্যাচের আম্পায়াররা বিষয়টি নজরে নিয়ে আসেন। এরপরেই মারুফের বিরুদ্ধে আনা হয় আচরণবিধি ভাঙার অভিযোগ।
ম্যাচ রেফারি শাইদ ওয়াদভাল্লার দেওয়া শাস্তি মেনে নেন মারুফ। এতে আনুষ্ঠানিক শুনানির কোনও প্রয়োজন হয়নি।