আগামী বছরের ১৫ জানুয়ারি মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। নামিবিয়া ও জিম্বাবুয়ে হবে সব খেলা। জিম্বাবুয়ের হারারের দুটি মাঠ ও বুলাওয়ের মাঠে খেলা হবে। নামিবিয়ারও দুটি মাঠে হবে খেলা।
এবারই প্রথম বিশ্বকাপে খেলবে তানজানিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। গেল কয়েক বছর ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে যুব বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। বিশ্বকাপে ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি। তারপর শুরু বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের সূচি
গ্রুপ এ— ভারত, বাংলাদেশ, আমেরিকা ও নিউজিল্যান্ড।
গ্রুপ বি— জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
গ্রুপ সি— অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলংকা।
গ্রুপ ডি— ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়া।

