কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের তিন দিনেও মামলা হয়নি। থানা থেকে জামালের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তারা মামলা করেননি। এছাড়া এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হননি। এদিকে বোরকা পরিহিত তিনজন অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, আমরা মামলা নেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু নিহতের পরিবার এখনো মামলা করেননি। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। হয়তো শোক কেটে উঠলে তারা মামলা করবেন।
উল্লেখ্য- রবিবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গুলিতে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে। এর আগেও তিতাস উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরে তিতাস এবং দাউদকান্দির গৌরিপুর বাজারে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, সবগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যোগসূত্র রয়েছে।