ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ফরিদ প্রামাণিকের ছেলে। তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।