পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার পর্তুগালের রাজধানী লিসবনের রাধুনী রেষ্টুরেন্টে পর্তুগাল যুবলীগের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল যুবলীগ নেতা আহম্মেদ লিটনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা রনি হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্তুগালা আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ, পর্তুগাল ঘাতক দালাল মূল কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনে সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ, নারীর উদ্যোক্তা লাবনী খাতুন।