যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদী দিয়ে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের (৩২) বস্তাবন্দি মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে। শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব। 
তিনি জানান, করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের নামক স্থানে বস্তাবন্দি একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যাকান্ডের পর মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here