কক্সবাজারের চকরিয়ায় আবদুর রহমান (৩০) নামে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাতে করে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুর রহমান পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। সে ইতোপূর্বে ডুমখালী এলাকার আমির হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। সম্প্রতি সে জামিন নিয়ে জেল থেকে বের হয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ছুরিকাঘাত করে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।