যুদ্ধ শুরুর পর ২৫ ইসরায়েলি জিম্মির প্রাণহানি

0

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত এক নজিরবিহীন চামলা চায় ফিলিস্তিনের স্বাধীনকামী গোষ্ঠী হামাস। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যার পাশপাশি ২৪০ জনকে গাজায় ধরে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় তারা। এরমধ্যে ২৪ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত সাতদিনের যুদ্ধবিরতি চলে হামাস ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতি চলকালীন প্রায় ১১০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তবে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নিহত হয়েছে এই যুদ্ধে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে শুক্রবার জানানো হয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫ জিম্মির মৃত্যু হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, হামাসের কাছে আরও ১০৭ জিম্মি জীবিত অবস্থায় আছে। সবমিলিয়ে সশস্ত্র এ গোষ্ঠীর কাছে ১৩২ জিম্মি রয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here