ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাস ৪০ জিম্মিকে মুক্তি দিলে সাতদিনের যুদ্ধবিরতিতে রাজি হবে তারা।
তবে হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বুধবার জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে রাজি হবেন না তারা। তার ভাষ্য, ইসরায়েলিরা জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার পর গাজায় আবারও গণহত্যা শুরু করবে। যেমনটা তারা প্রথম যুদ্ধবিরতির পর করেছিল।
গাজী হামাদ বলেছেন, আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ করতে চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।
তিনি আরও বলেছেন, কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েকদিন দিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না। ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তারা নতুন করে আমাদের মানুষদের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে। আমরা এই খেলা খেলব না।
হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তারা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তারা।