যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় বৈঠকে রাশিয়া-আমেরিকা

0
যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় বৈঠকে রাশিয়া-আমেরিকা

কূটনৈতিকভাবে ইউক্রেনে যুদ্ধ বন্ধে চূড়ান্ত আলোচনার অংশ হিসেবে ফ্লোরিডায় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। বৈঠকে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। 

স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) মায়ামিতে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।

আলোচনায় গঠনমূলক অগ্রগতির দাবি জানান রাশিয়ার দূত। তিনি জানান, গঠনমূলক আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ আলোচনা শেষ হবে।

এদিকে শনিবার কিয়েভে সাংবাদিকেদের সাথে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার (২১ ডিসেম্বর) টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেন, আলোচনা দ্রুত এগিয়ে চলেছে, ফ্লোরিডার আমাদের দল আমেরিকান পক্ষের সাথে কাজ করছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি বন্দিবিনিময় বাড়াতে সহায়তা করে এবং রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পথ সুগম করে, তবে ইউক্রেন ইতিবাচক থাকবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবে রাজি হবেন বলেও জানান জেলেনস্কি। 

এর আগে চলতি সপ্তাহে মার্কিন, ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধের অবসানের আলোচনার অংশ হিসেবে কিয়েভের জন্য নিরাপত্তা গ্যারান্টির অগ্রগতির কথা জানিয়েছেন, তবে সেই শর্তগুলি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here