জর্ডানের রাজকীয় হাশেমি আদালত এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার কায়রোতে দ্বিপাক্ষিক আলোচনায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজায় অবরোধ, অনাহার ও বাস্তুচ্যুতিসহ গাজা বাসীদের ইসরায়েলি সম্মিলিত শাস্তিনীতির বিরুদ্ধে তাদের যৌথ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
নেতৃবৃন্দ গাজাবাসীদের নিজ নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন।
বিবৃতিতে উভয় নেতাই সতর্ক করে দিয়ে বলেন, যুদ্ধ যদি না থামে এবং বিস্তৃত হয়, তাহলে এটি পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।