যুদ্ধ থামলেও আগস্টের মধ্যে গাজায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে: রিপোর্ট

0

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের স্বাধীন গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় লড়াই এখনই বন্ধ হয়ে গেলেও ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সৃষ্ট জনস্বাস্থ্য সংকটের কারণে আগামী ছয় মাসে সেখানে আরও প্রায় আট হাজার মানুষ মারা যেতে পারে।

গাজার হাসপাতালগুলো লড়াইয়ের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এর ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। ডায়রিয়ার মতো রোগের পাশাপাশি জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলিতে অপুষ্টির ঘটনা বাড়ছে।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কারণে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ ইসরায়েলে জনস্বাস্থ্যের অবনতি ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here