যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইইউ

0
যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইইউ

আগামী দুই বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ১০৫ বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দেয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।

কূটনীতিকদের বরাতে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার) সহায়তা দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি।’

তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান। ইইউর খসড়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের জোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। এর ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ।

একইসঙ্গে ইইউ সরকারগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

নথি অনুযায়ী, যৌথভাবে নেয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে, যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে। ততদিন পর্যন্ত রুশ সম্পদ জব্দ অবস্থায়ই থাকবে। একইসঙ্গে ঋণ পরিশোধে প্রয়োজনে ওই সম্পদ ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে ইইউ।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here