‘যুদ্ধে নামলে গুলি খেতে হয়’, ইনজুরি প্রসঙ্গে নাহিদ

0

বিপিএলে টানা ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। দলটির এমন ছন্দে দুর্দান্ত অবদান রাখছেন নাহিদ রানা।

তাসকিন আহমেদের (১২) পর সতীর্থ খুশদিল শাহর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেটশিকারি রানা, রংপুরের বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন।

চোটের কারণে বাংলাদেশ দল থেকে হারিয়ে গেছেন অনেক গতিময় প্রতিভাবান পেসারই। তালহা জুবায়ের তাদের মধ্যে অন্যতম নাম। চোট না থাকলেও ক্যারিয়ারটা আরও অনেক সমৃদ্ধ হতে পারতো মাশরাফি বিন মুর্তজার। ইবাদত হোসেন তো এই কারণে অনেক দিন থেকেই বাইরে। তাই বর্তমান সময়ের অন্যতম গতি তারকা নাহিদ রানাকে নিয়েও একই শঙ্কা। কিন্তু এসবের পরোয়া করেন না এই তরুণ।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ধসিয়ে দেওয়ার অন্যতম নায়ক তিনি। তিন ওভার বল করে ২১ রানের খরচায় পেয়েছেন ৩ উইকেট। পাঁচ ম্যাচে উইকেট সংখ্যা নয়। এমন পেসারকে স্বাভাবিকভাবেই হারাতে চায় না বাংলাদেশ।

এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসার পর তাকে নিয়ে যে ইনজুরি শঙ্কা, সেটি জানানো হয়েছিল নাহিদকে। অনেকটা যেন নির্ভারই থাকলেন তিনি। নিজের হাতে যা আছে, তা করছেন জানিয়ে প্রস্তুতির কথা শোনালেন যেকোনো কিছুর জন্য।

নাহিদ বলেন, ‘প্রথমে যেটা বললেন যে, ইনজুরি। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ। ’ 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এলে টানা ক্রিকেট খেলতে হয় স্বাভাবিকভাবেই। গত এক সপ্তাহেই তিনি খেলেছেন পাঁচটি ম্যাচ। এর আগে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতেও ছিলেন। এখন বিপিএলের সময়ে তার সঙ্গে বিসিবির যোগাযোগ কেমন?

নাহিদের উত্তর, ‘আমাদের জাতীয় দলের বায়েজীদ ভাই ফিজিও আছে; উনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর দলে সজীব ভাই আছে, উনার সঙ্গে কথা হয়। তো জাতীয় দলের ফিজিওর সঙ্গে অবশ্যই কথা হয়।’

তিনি আরও বলেন, ‘দেখেন, আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তো তারপরে বিরতি পেয়েছি, খেলি নাই। বিসিবির একটা ছিল যে, তোমাকে মেইনটেইন করবো এবং পরিকল্পনা দিয়েছে যে তুমি এভাবে ফিটনেস মেইনটেইন করবা এবং ম্যাচ খেলবা। এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বোলিং ঠিক আছে এবং ফিল করতেছি যে শরীর ঠিক আছে। এমনভাবে কিছু আসে নাই বিসিবি থেকে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here