যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ যে, গাজা সংঘাতের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় কোনো ফ্রন্ট থাকা উচিত নয়।
গত ২৮ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা থেমে থেমে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা রকেট ছুড়েছে। যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এর মধ্যে ব্লিঙ্কেন এই মন্তব্য করলেন।
ব্লিঙ্কেন ওয়াশিংটনের মানবিক বিরতির আহ্বানপুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষা এবং গাজায় পৌঁছানোর জন্য সহায়তা পাওয়া গুরুত্বপূর্ণ।