ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের বিজয় অর্জন থেকে কেউ আটকাতে পারবে না।
তিনি বলেন, কেউ আমাদের থামাতে পারবে না। হেগ (আন্তর্জাতিক আদালত) নয়, অশুভ অক্ষ ( ইরানের প্রতিরোধ অক্ষ) কিংবা অন্য কেউ নয়।
গত ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে ইহুদি ইসরায়েল। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।