যুদ্ধের মধ্যেও রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো : ফোর্বস

0

অর্থনৈতিক বিষয়ক মার্কিন সাময়িকী ‘ফোর্বস; এটা নিশ্চিত করেছে যে রাশিয়ার অর্থনীতি ইউরোপের অর্থনীতির চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।

গত ২৮ এপ্রিল এ সংক্রান্ত এক প্রতিবেদনে ‘ফোর্বস’ লিখেছে, ‘ইউক্রেন সংকট ও যুদ্ধের ফল ভোগ করছে ইউরোপ এবং তাদের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। অথচ রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।’ 

প্রকৃতপক্ষে, ইউক্রেন সংকটের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নসহ পাশ্চাত্য বিশ্বের নিষেধাজ্ঞার কারণে উল্টো ইউরোপের দেশগুলোতে নজিরবিহীন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলিত বছর গ্রীষ্মে জ্বালানি সংকট ইউরোপের জন্য অন্যতম মহাসংকটে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইউক্রেন সংকট শুরুর আগে মস্কো গ্যাস পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের ৪০ শতাংশ জ্বালানির চাহিদা মেটাতো। কিন্তু এখন রাশিয়া জ্বালানি রপ্তানি ৭৫ শতাংশ কমিয়ে আনায় ইউরোপ সংকটে পড়েছে।

সূত্র : ফোর্বস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here