যুদ্ধের মধ্যেই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো রাশিয়া

0

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই নতুন ধরনের একটি স্যাটেলাইট (উপগ্রহ) উৎক্ষেপণ করেছে রাশিয়া। কনডর-এফকেএ স্যাটেলাইটটি সব ধরনের আবহাওয়া, এমনকি ভারি মেঘের মধ্যেও পৃথিবীর পৃষ্ঠের ছবি তুলতে পারে।

শনিবার তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আপার স্টেজ থেকে মহাকাশযানটির বিচ্ছেদ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম রাডার স্যাটেলাইটটি একটি নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করডর-এফকেএ স্যাটেলাইটটি ডেভেলভ করেছে সামরিক-শিল্প কর্পোরেশন সায়েন্টিফিক অ্যান্ড প্রোডাকশন অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যাটেলাইটটির ভর ১ হাজার ৫০ কেজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here