উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর আদেশ দিয়েছেন। এছাড়াও তিনি বিস্ফোরক ও পরমাণু সেক্টরকেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এই আদেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
উত্তর কোরিয়া বর্তমান সময়ে রাশিয়ার সাথে সম্পর্ক আরো জোরদার করছে। ওয়াশিংটনের অভিযোগ পিয়ংইয়ং মস্কোকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তিনি (কিম) সামরিক কর্মযজ্ঞ আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিস্ফোরক উৎপাদন কেন্দ্র, পরমাণু অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে।