যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। আগে তারা সেনা পাঠিয়ে সম্মুখ সমরে নেমেছিল। এবার সেই পথ থেকে সরে এসে এখন তারা মিসাইল ও ড্রোনের সাহায্যে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে। একের পর এক শহর লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হচ্ছে।
এরই ধারাবাহিতকতায় জেলেনস্কির শহরের পর এবার ওডেসায় মিসাইল আক্রমণ চালিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়ে গেছে দোকান, বাড়িঘর ও গুদাম।
ইউক্রেনের অভিযোগ, ওডেসার গুদাম, দোকান, বাড়ি এবং স্কুলে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, প্রতিটি ভবন সম্পূর্ণ ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ওডেসা বন্দর শহরকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল। গত জানুয়ারিতে ইউনেসকো জানিয়েছে, শহরটি বিপদগ্রস্ত।
ওডেসার পাশাপাশি দনেৎস্ক অঞ্চলেও বুধবার লাগাতার মিসাইল আক্রমণ করেছে রাশিয়া। সেখানেও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছোটবেলার শহর ক্রিভি রিহে মিসাইল হামলা চালানো হয়।
কিয়েভেও প্রতিদিন ড্রোন এবং মিসাইলের সাহায্যে আক্রমণ চালানো হচ্ছে। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভে মিসাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে।
এদিকে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানান তিনি।
লুকাশেঙ্কো জানিয়েছেন, যে মিসাইল এবং বোমা তাদের হাতে এসেছে তা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে অন্তত তিনগুণ বেশি শক্তিশালী। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ডয়েচে ভেলে