যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা

0

হিজবুল্লাহর সাথে করা যুদ্ধবিরতি চুক্তি আরও একবার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। তারা আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে।

আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, রবিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের হুমিন আল-ফাওকা এবং দেইর আল-জাহরানি এলাকার উপকণ্ঠে বিমান হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলাগুলো লেবাননের পূর্ব বেকা প্রদেশের জান্তা শহরকেও লক্ষ্য করে চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যার মধ্যে রয়েছে একটি রকেট লঞ্চার, একটি অনির্দিষ্ট সামরিক স্থান এবং লেবাননের সাথে সিরিয়ার সীমান্তবর্তী রুট।

আগের দিন, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ নাবাতিহ প্রদেশের কাফার কিলা এবং আইতা আল-শাব শহরে ইসরায়েলি বিমান হামলার খবর দেয়।

এটি লেবাননের দক্ষিণ প্রদেশের জাবাল আল-বোতম শহরের উপকণ্ঠে একটি ইসরায়েলি ড্রোন হামলার খবরও দেয়।

আল-মায়াদিনের মতে, দখলদার বাহিনী লেবাননের মারুন আল-রাস, আল-মাজদিহ, ওয়াদি খানসা এবং মারি সমভূমিতে অনুপ্রবেশ করে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর দেশটির ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ করে হিজবুল্লাহ।

যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লেবাননে ৪,০০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পরেও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার ইসরায়েল। ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here