যুদ্ধবিরতি নিয়ে নতুন চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান হামাসের

0

গাজায় আটক জিম্মিদের ছাড়িয়ে নিতে নতুন চুক্তির প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেন ইসরায়েল, আমেরিকার, মিশরের গোয়েন্দা প্রধানরা। এতে যোগ দেন কাতারের প্রধানমন্ত্রীও।

বৈঠকে জিম্মিদের ছাড়িয়ে আনতে ও অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কাঠামো নিয়ে একমতও হন তারা। 

তবে হামাস নতুন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

মূলত সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দেয়, এতে তারা স্পষ্ট করে জানায়, যেকোনও ধরনের বিরতির শর্ত হল- ইসরায়েলকে তার সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা হবে।

এছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নোনুউ বলেছেন, “আমরা প্রথমে যা নিয়ে কথা বলছি সেটি হল- একটি পূর্ণ এবং বিস্তৃর্ণ যুদ্ধবিরতি। কোনও অস্থায়ী সাময়িক যুদ্ধবিরতি নয়। যখন হামলা বন্ধ হবে; জিম্মি মুক্তিসহ অন্য সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে।”

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ অবশ্য জানিয়েছে, নতুন জিম্মি চুক্তির প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি হামাস এ বিবৃতি দিয়েছে কি না সেটি স্পষ্ট নয়।

তবে এটি সত্য যে, নতুন এ চুক্তির প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়নি। আবার এটি পুরোপুরি বাদও দেওয়া হয়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here