মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র , ইসরায়েল এবং হামাস একটি সম্বাব্য চুক্তির দ্বারপ্রান্তে। কয়েক ডজন জিম্মি বন্দির বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখে ভিন্ন সুর। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। সকল জিম্মিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।
নেতানিয়াহু জানান, সম্প্রতি অনেক ভুল রিপোর্ট বের হচ্ছে। কিছু জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে বলে এই তথ্যও উড়িয়ে দেন নেতানিয়াহু। এদিকে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, এখন পর্যন্ত চুক্তি হয়নি। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি করতে কাজ চলছে।