যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ মিশর সফরে গেছেন। মঙ্গলবার ইসমাইল হানিয়া মিসরের রাজধানী কায়রো পৌঁছান।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধিদল মিশর সফরে গেছে। গাজায় আগ্রাসন বন্ধ, গাজার বাসিন্দাদের ত্রাণসহায়তা দেওয়া ও ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জনের বিষয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তারা।
সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধ বন্ধে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়। এরপর গত শনিবার কাতারের প্রধানমন্ত্রী আবদুলরহমান আল-থানি বলেন, গত কয়েক দিনের আলোচনা থেকে আশান্বিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। এ প্রস্তাবে গাজায় যত দ্রুত সম্ভব সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রস্তাবে যুক্তরাষ্ট্র বলেছে, গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে ওয়াশিংটন।