জি-৭ জোটভুক্ত দেশগুলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে কঠোর বার্তা দিয়েছে মস্কোকে। শুক্রবার এক খসড়া বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে।
জি-৭-এর বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হয়ে তা পুরোপুরি কার্যকর করতে হবে।
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি-৭ জোটের সিনিয়র কূটনীতিকরা এই খসড়া বিবৃতি চূড়ান্ত করেছেন। তবে এটি কার্যকর করতে এখনো মন্ত্রীদের অনুমোদন প্রয়োজন।
জি-৭ জোটের মতে, যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে, সেজন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই সম্মান করা উচিত এবং ইউক্রেন যাতে আবারও হামলার শিকার না হয়, তা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বিশ্লেষকদের মতে, জি-৭-এর এই হুঁশিয়ারি রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে। এখন দেখার বিষয়, মস্কো এই আহ্বানে কীভাবে সাড়া দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল