রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে ‘পূর্বশর্ত ছাড়া’ যুদ্ধবিরতি চায় বেলারুশ। রুশ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো গতকাল শুক্রবার এ মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সংঘাত বন্ধ না হলে পরমাণু সংঘাতসহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ভাষণে আলেক্সান্দার লুকাশেংকো বলেন, ‘সংঘাত আরও বৃদ্ধির আগে আমাদের এখনই থামতে হবে। আমি শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি নেব…যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে।’ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো আরো বলেন, ‘ভূখণ্ডগত বিবাদ, পুনর্গঠন, নিরাপত্তা ইস্যু ও অন্যান্য বিষয়ের মীমাংসা করা উচিত আলোচনার টেবিলে, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া।’ ১৯৯৪ সাল থেকে ক্ষমতাসীন নেতা লুকাশেংকো অভিযোগ করেন, কিয়েভের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন চলতি সংঘাতকে পরমাণু সংঘাতের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে।
তবে গতকালই লুকাশেংকো জানান, তিনি নিজ দেশে রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক’ পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে চান রাশিয়াকে। এর আগে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছিলেন পুতিন, যা নিয়ে দুই পক্ষের মতৈক্যের কথা শোনা গেছে।
সূত্র : এএফপি