যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

0

টানা ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও উঠেছে। যুদ্ধবিরতির জন্য ইতোমধ্যে চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক মহল।

এই অবস্থায় ৩৪ বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি।

হামাস বলেছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত।

প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দিদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here