যুদ্ধবিরতি আলোচনায় মিশরে পৌঁছেছেন হামাস নেতা হানিয়া

0

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে জিম্মি বিনিময় প্রসঙ্গে আলোচনা করতে মিশর পৌঁছেছেন ।

বার্তা সংস্থা এপি হামাসের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানায়, বুধবার এ জ্যেষ্ঠ নেতা মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। 

এর আগে নভেম্বরে কাতার ও মিশর সপ্তাহব্যাপী যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করেছিল। ওই যুদ্ধবিরতির সময় ২৪০ জন ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে শতাধিক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। উল্লেখ্য, চার দশক আগেও একটি সংঘাতে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে মিশর।

হামাস নেতার বুধবার কায়রোতে পৌঁছানোর বিষয় নিশ্চিত হলেও এখনো তার সফরের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

তবে একটি সূত্র জানিয়েছে, আলোচনায় বন্দী বিনিময় চুক্তির প্রস্তুতি, আগ্রাসন ও যুদ্ধ বন্ধ করা, গাজা উপত্যকার অবরোধের অবসান, মানবিক সাহায্য বৃদ্ধি, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here