সুদানে কয়েকদিন ধরে চলা সহিংসতা নিরসনে যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখনও মুখোমুখী অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটির সেনা ও আধাসামরিক বাহিনী। সেখানে দেখা দিয়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজধানী খার্তুমে এখনই দুই পক্ষের গোলাগুলি চলছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে ২৭০ জনের প্রাণ গেছে। এ পর্যন্ত ২ হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। নয়টি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে।
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সূত্র: আল জাজিরা