যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭

0
যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭

বছরখানেক আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি বলছে, এ পর্যন্ত এসব হামলায় অন্তত ১২৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 

মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে তারা এই হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

“ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় এক বছর হতে চলল, এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা দেখে যাচ্ছি, যাতে বেসামরিক নিহতের পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে; বিস্তৃত, তীব্র আক্রমণের শঙ্কাও বাড়ছে,” মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-খাতিন ব্রিফিংয়ে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর যাচাই-বাছাইয়ের পর এ ১২৭ বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, বলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here