সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন হামাসের একজন শীর্ষ নেতা।
শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান হামাস নেতা ওসামা হামদান।
এ বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরও সময় প্রয়োজন বলে জানান তিনি।
হামদান বলেন, হামাস বরাবরই বলে আসছে- ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যেকোনও উদ্যোগ নিয়ে আলোচনায় প্রস্তুত।
হামদান বলেন, ফিলিস্তিনি জনগণ যে আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে, তা যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটানোর আকাঙ্ক্ষার আলোকে হামাস শিগগিরই নিজের অবস্থান ঘোষণা করবে। সূত্র: এপি