ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির জন্য গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীকে বড় শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, হামাস যদি ইসরায়েল থেকে নেওয়া সকল জিম্মিকে মুক্ত করে দেয়, তাহলেই কেবল গাজা উপত্যকায় যুদ্ধবিরতির হতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, “প্রথমে (হামাসকে) সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠতে পারে।”
তবে এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে হামাসের সশস্ত্র হামাস যোদ্ধারা।
এরপর সেখানে অভিযান চালিয়ে দুই শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি করে গাজায় নিয়ে যায়। একই সঙ্গে সেখানে তাদের হামলায় নিহত হয় তিন শতাধিক সেনা সদস্যসহ ১৪০০ এর বেশি ইসরায়েলি।
এদিকে হামাস হামলা চালানোর পর ওই দিনই গাজা উপত্যকায় ভয়াবহ বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ হাজার এক শতাধিক মানুষ নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছে। সূত্র: দ্য হিল, ইউএসএ টুডে