যুদ্ধবিরতিতে যতো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, তার চেয়ে বেশি গ্রেফতার করেছে ইসরায়েল

0

ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি দিলেও পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় অব্যাহত রেখেছে। হামাসের সাথে যুদ্ধবিরতির শর্তে দেড়শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তেল আবিব। যাদের মধ্যে রয়েছে ১১৭ শিশু ও ৩৩ নারী। 

আর হামাস তাদের কাছে থাকা ৬৯ জিম্মিকে মুক্তি দিয়েছে। যাদের মধ্যে ৫১ জন ইসরায়েলি ও ১৮ জন অন্য দেশের নাগরিক।

প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেছেন, ‘এখানে অবরুদ্ধ দশা চলছে, চলবে। গ্রেফতার থামবে না। জনগণের এটা বুঝতে হবে যে এটা ফিলিস্তিনের বিপক্ষে দখলদারিত্ব চালানো ইসরায়েলের কেন্দ্রীয় নীতি। তারা সব ধরনের প্রতিরোধ আটকে দিতে চায়।’ 

ওই মুখপাত্র আরো বলেন, এটা ৭ অক্টোবরের পরের বিষয় নয়। এটা তাদের প্রত্যেক দিনের অভ্যাস। 

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here