যুদ্ধবন্দীদের নিয়ে উড়োজাহাজ দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে ইউক্রেন

0

রুশ উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় বাহিনীর বিবৃতি অনুসারে, ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস রাশিয়ার সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে।

কিয়েভ এই দুর্ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার করতে দ্বিধাগ্রস্ত রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টা ধরে যে চিত্র উঠে আসছে তাতে উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করার সাথে ইউক্রেন কিছুটা জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্সগুলিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই ব্ল্যাকবক্স বুধবার সকালে বেলগোরোদের আকাশে ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে ধারণা দিবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here