রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্দিদের জীবন নিয়ে খেলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার পশ্চিম রাশিয়ার বেলগোরদ অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর কারাবন্দীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এ অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক্ষেত্রে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেনের যুদ্ধবন্দীদের জীবন, তাদের স্বজনদের অনুভূতি ও সমাজের আবেগ নিয়ে খেলছে রাশিয়া। উড়োজাহাজ ভূপাতিত করায় কিয়েভকে দায়ী করে মস্কোর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, দিনটি খুবই কঠিন ছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে এক ভিডিও বার্তা প্রকাশ করেন জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, মস্কো ইউক্রেনের বন্দিদের জীবন, তাদের অনুভূতি এবং আমাদের আবেগ নিয়ে খেলছে। তিনি মনে করেন এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হওয়া উচিৎ।