যুক্তরাষ্ট্র হামলা চালালে পরিণাম কী হবে, জানাল ইরান

0
যুক্তরাষ্ট্র হামলা চালালে পরিণাম কী হবে, জানাল ইরান

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। বরং যেকোনো আগ্রাসনের ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ প্রতিক্রিয়া জানাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

একই সঙ্গে তিনি জানান, সঠিক শর্তে তেহরান এখনো একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানি সামরিক বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে দেশের প্রতিরক্ষা ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত।

গত জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধ থেকে ইরানের সামরিক বাহিনী ‘গুরুত্বপূর্ণ শিক্ষা’ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি যোগ করেন, আগের যেকোনো সংঘাতের তুলনায় তারা এখন অনেক বেশি ‘দ্রুত ও গভীর’ প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

গত কয়েকদিনে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছেন তিনি। গত মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আরেকটি সুন্দর নৌবহর অত্যন্ত সুন্দরভাবে ইরানের দিকে ভেসে যাচ্ছে।

এরপর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, এই তৎপরতার উদ্দেশ্য হলো তেহরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে চাপ সৃষ্টি করা।

তবে তিনি সতর্ক করে বলেন, কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর পরিণতিতে এমন একটি সামরিক হামলা হবে, যা জুন ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার চেয়েও ‘অনেক বেশি ভয়াবহ’ হবে।

জুনের ওই হামলার পর কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়ে আরাগচি আরও বলেছেন, ‘পারস্পরিকভাবে লাভজনক, ন্যায্য ও সমতাভিত্তিক’ একটি পারমাণবিক চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত। তবে এই চুক্তি হতে হবে ‘সমান অবস্থান’ থেকে এবং ‘চাপ, হুমকি ও ভীতি প্রদর্শন’-মুক্ত পরিবেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here