ইয়েমেনের নৌবাহিনী দুটি সফল অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি দাবি করেছেন, এই অভিযানে একটি করে মার্কিন ও ব্রিটিশ জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়।
সারি জানিয়েছেন, প্রথম অভিযানটি চালানো হয় যুক্তরাষ্ট্রের ‘স্টার নাসিয়া’ জাহাজ লক্ষ্য করে। আর অন্য হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ব্রিটিশ জাহাজ ‘মর্নিং টাইডকে’। এই হামলাল উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছেন হুথি মুখপাত্র। তার মতে, হামলাগুলো ছিল নিখুঁত ও সঠিক।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে হুথি। শুরুতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাত হুথি। পরে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা পর লোহিত সাগরেই এই দুই দেশের জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে হুথি।