জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নিপতি এবং জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান আটলান্টাস্থ নর্থসাইড হাসপাতালে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
কয়েক সপ্তাহ আগে এই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়েসী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক কন্যা, ছোটভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।