যুক্তরাষ্ট্র-চীনের শীর্ষ সামরিক কর্মকর্তার মধ্যে প্রথম টেলিফোন আলাপ

0

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক পুনরায় শুরু হয়েছে। দুই দেশের শীর্ষ জেনারেলরা বৃহস্পতিবার প্রথম টেলিফোনে আলাপ করেছেন। 

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে প্রায় দুই বছরের স্থগিত সম্পর্কের অবসান ঘটলো।

জেনারেল ব্রাউন ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমাতে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

দুই সামরিক নেতা বেশ কয়েকটি বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেন।

 যুক্তরাষ্ট্র লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন নৌ টাস্কফোর্সে চীনকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। সেখানে বাণিজ্যিক জাহাজগুলিতে ইরান সমর্থিত হুতিদের আক্রমণ সামুদ্রিক বাণিজ্য রুটকে ব্যাহত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here